নোবিপ্রবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

২৩ আগষ্ট, ২০২৩ ১১:০৮  

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষা বিভাগের ছাত্রী সুবর্ণা ফেরদৌস ও আইএসএলএম বিভাগের সাবরিনা সুলতানাকে এক বছরের জন্য বহিস্কারাদেশ দেয়া হয়েছে।

এছাড়াও সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফুয়াদ আল রাফি ও এমআইএস বিভাগের ইসরাত জাহান এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের সিএসটিই বিভাগের স্বর্ণা সাহাকে এক সেমিস্টার বা ৬ মাস করে বহিষ্কার করা হয়েছে।

একইসঙ্গে বহিস্কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সেমিস্টারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে।
৫ জন শিক্ষার্থীর মধ্য থেকে ফুয়াদ আল রাফি, ইসরাত জাহান এবং স্বর্ণা সাহা পরবর্তী ব্যাচের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে।

বুধবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ২১ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

https://www.youtube.com/shorts/wEiS2NcydAg

অফিস আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গত ০৯ আগস্ট ২০২৩ তারিখ অনুষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শৃংখলা বোর্ডের সভার সিদ্ধান্তক্রমে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বিভিন্ন বিভাগের ৩ জনকে ৬ মাসের জন্য এবং ২ জনকে ১ বছরের জন্য বহিষ্কারসহ সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে।

পরীক্ষা চলাকালীন উত্তরপত্র পরীক্ষার হল থেকে গোপনে সরিয়ে নিয়ে পরবর্তীতে ঐ উত্তরপত্রে লিখে আনায় সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ আল রাফি ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

এদিকে কোর্সের পরীক্ষা চলাকালীন অবৈধ কাগজপত্র সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখার অপরাধে এমআইএস বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান এবং শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুবর্ণা ফেরদৌসকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।